রতিরসে অতিশয় মাতল নাহ।
অমিয়া সরোবর করু অবগাহ।।
সহজে নিরঙ্কুশ নাগর নাগ।
তাহে মনমথ নৃপ কৌতুক লাগ।।
কর গহি রাখত যুগল চকেবা।
দংশই সরসীজ বারব কেবা।।
কতই হিলোর উঠাওই রঙ্গে।
ডুবহি কবহু আনন্দ তরঙ্গে।।
হরিবল্লভ সব সখীগণ কূলে।
দেখত সতত হুলাসই ফূলে।।