রতিরণ তুমুল পুলককুল সঙ্কুল
ঘন মঞ্জীর বোল।
নিজমদে মদন পরাভব মানল
কুণ্ডল গণ্ড হিলোল।।
অনুখণ কঙ্কণ কিঙ্কিণী ঝঙ্করু
রতিজয় মঙ্গল তুর।
মনমথ কে ও মকরগতি আওত
গোবিন্দদাস কহ ফুর।।
রতিরণ তুমুল পুলককুল সঙ্কুল
ঘন মঞ্জীর বোল।
নিজমদে মদন পরাভব মানল
কুণ্ডল গণ্ড হিলোল।।
অনুখণ কঙ্কণ কিঙ্কিণী ঝঙ্করু
রতিজয় মঙ্গল তুর।
মনমথ কে ও মকরগতি আওত
গোবিন্দদাস কহ ফুর।।