রতন মন্দির মাহা বৈঠলি সুন্দরি
সখি সঞে রস পরথায়।
হসইতে খসয়ে কত যে মণি মোতিম
দশন-কিরণ অব ছায়া।।
শুন সজনি কহইতে না রহে লাজ।
সো বর নারি হামারি মন-বারণ
বান্ধলি কুচ-গিরি মাঝ।।
মঝু মুখ হেরি ভরম ভরে সুন্দরি
ঝাঁপ ঝাঁপল দেহা।
কুটিল কটাখ- বিশিখে তনু জরজর
জীবনে না বান্ধই থেহা।।
করে কর জোরি মোরি তনু-বল্লরি
মোহে হেরি সখি করু কোর।
গোবিন্দদাস ভণ তেঞি নন্দ-নন্দন
দোলত মদন-হিলোর।।