রতন থারি পর চিনি কদলী সর
আনল রসবতি রাই।
শীতল কুঞ্জতল সুগন্ধ পরিমল
বৈঠল নাগর যাই।।
ভোজন করু ব্রজরায়।
বাসিত বারি সুকর্পূর তাম্বুল
সখিগণ দেওত বাঢ়ায়।।
আগোর চন্দন-শ্যাম-অঙ্গে লেপন
বীজই কুসুমক বায়।
সখিগণ সঙ্গে বিহার করত দুহুঁ
গোবিন্দদাস বলি যায়।।