রতনমন্দিরে দুহুঁ নাগর নাগরি
বৈঠল সখিক সমাজ।
নাগর-ইঙ্গিত করণে বৃন্দা সখি
তুরতিহি বুঝল কাজ।।
যোই নিন্দয়ে সিধূ সুবাসিত বর মধু
তবহিঁ আনি আগে দেল।
আপে ভোজন করি সকলে ভুঞ্জায়ল
যতনহি কৌতুক কেল।।
কো কহুঁ প্রেম-তরঙ্গ।
সহজই প্রেম মধুর মধুরাধিক
তাহে পুন মধুপান-রঙ্গ।।
ঢুলি ঢুলি পড়ত খলত অবলাগণ
ঘু-ঘুমে ব-বাধ না পারি।।
এত কহি নিজ নিজ কুঞ্জক মন্দিরে
শয়ন করত সব নারি।।
রাধামাধব কুঞ্জগৃহ-তলপহিঁ
যাই করল পরবেশ।
গোবিন্দদাস বিথারল রতি-রণ
কত কত ভাব বিশেষ।।