রজনী-বিলাস কহয়ে রাই।
সব সখীগণ বদন চাই।।
আঁখি ঢুলু ঢুলু অলসভরে।
ঢুলিয়ে পড়িল সখীর কোড়ে।।
নয়নের জলে ভাসয়ে বূক।
দেখি সখি কহে কহনা দুখ।।
ফুঁপায়ে ফুঁপায়ে কাঁদয়ে রাধা।
কহে চণ্ডীদাস নাগর ধান্দা।।
রজনী-বিলাস কহয়ে রাই।
সব সখীগণ বদন চাই।।
আঁখি ঢুলু ঢুলু অলসভরে।
ঢুলিয়ে পড়িল সখীর কোড়ে।।
নয়নের জলে ভাসয়ে বূক।
দেখি সখি কহে কহনা দুখ।।
ফুঁপায়ে ফুঁপায়ে কাঁদয়ে রাধা।
কহে চণ্ডীদাস নাগর ধান্দা।।