রজনী গোঙায়লি রতি-সুখ-সাধে।
বিহানে তেজলি তাহে কোন অপরাধে
সোই চণ্ডি তুহুঁ শঙ্কর দেব।
তনু-আধ দেয়ব তাহে যাই সেব।।
কি কহব যে সব কয়লি তুহুঁ কাজ।
লাজ পায়বি অব রঙ্গিনি সমাজ।।
ভাগল সহচরি না বোলই কোই।
পালটি চলল মুখে আচর গোই।।
বসন হেরি অঙ্গে ভাজল দ্বন্দ্ব।
পুন কি কহব তোহে কৈতব ছন্দ।।
গোবিন্দদাস চললি আগুসারি।
আয়ল মন্দিরে কোই লখই না পারি।।