রজনী কাহিনী কহিতে রমণী
পুলকে পূরল দেহা।
কনকবরণী কি হৈল না জানি
সোঙরি সে সব লেহা।।
অঙ্গের বসন খসয়ে সঘন
নয়ানে ভরল লোর।
বিষাদে বিকল বিছুরি সকল
চরণ না চলে থোর।।
হৃদয়মন্দিরে পিরীতি পালঙ্কে
রসের বালিস তায়।
আরতি তোষলি তাহাতে পাতলি
শুতল রসিক রায়।।
পিয়ার পিরীতি কহয়ে যুবতি
ধরিয়া সখীর করে।
শেখর সত্বরে কহয়ে রাধারে
দেখিবে নাগরবরে।।