রজনি উজোরল চান্দে।
হেরি হেরি ধনি কান্দে।।
পরভৃত লহু লহু নাদ।
শুনইতে বড় পরমাদ।।
বিদগধ রসিক মুরারি।
কাহে আশোয়াসলি নারি।।
ছটপদ ধরণি শয়ান।
কত সহ অবলা-পরাণ।।
নিমিখ কলপ করি মান।
গোবিন্দদাস সব জান।।
রজনি উজোরল চান্দে।
হেরি হেরি ধনি কান্দে।।
পরভৃত লহু লহু নাদ।
শুনইতে বড় পরমাদ।।
বিদগধ রসিক মুরারি।
কাহে আশোয়াসলি নারি।।
ছটপদ ধরণি শয়ান।
কত সহ অবলা-পরাণ।।
নিমিখ কলপ করি মান।
গোবিন্দদাস সব জান।।