রজনিক শেষ সময় অরুণোদয়
ঘূমল সহচরি দেখি।
কত পরকারে জাগায়ল দুহুঁজনে
বৈঠল শয়ন উপেখি।।
রাধা-মাধব-কেলি।
কৃপণ হেম জনু তিলেক না ছোড়ই
ঐছন দুহুঁজন মেলি।।
রজনি প্রভাত হেরি ভেল আকুল
সহচরিগণ কহে ভাষ।
নিজ গৃহে গমন করণ অব সমুচিত
পুন পূরব অভিলাষ।।
এত শুনি দুহুঁজন অতিশয় কাতর
কি করব কছু নাহি থেহ।
কহ যদুনন্দন হোয়ল মীলন
এক জীবন ভিন দেহ।।