রজনিক শেষে অলসযুত দুহুঁ তনু
বৈঠল কুসুমিত শেজে।
সকল সখীগণ বেঢ়ল চৌদিগে
অঙ্গ অলস নাহি তেজে।।
অপরূপ রাধামাধবরঙ্গ।
থীর বিজুরি সঞে জনু নব-জলধর
মোড়ই কতহুঁ বিভঙ্গ।।ধ্রু।।
বদনহি আধ আধ বচনামৃত
শুনইতে শ্রবণ জুড়ায়।
রতনদীপ করে মঙ্গল আরতি
ললিতা করতহিঁ তায়।।
আর সখিগণ সময়োচিত রাগিণি
সুস্বরে করতহি গান।
উদ্ধবদাস পাশ রহি ইঙ্গিতে
বাসিত বারি যোগান।।