যোই নিকুঞ্জে রাই পরলাপয়ে
সোই নিকুঞ্জসমাজ।
সুমধুর গুঞ্জনে সব মনরঞ্জনে
মীলল মধুকররাজ।।
রাইক চরণ নিয়ড়ে উড়ি যাওত
হেরইতে বিরহিণি রাই।
সখি অবলম্বনে সচকিত লোচনে
বৈঠল চেতন পাই।।
অলি হে না পরশ চরণ হামারি।
কানু অনুরূপ বরণ গুণ যৈছন
ঐছন সবহু তোহারি।।ধ্রু।।
পুররঙ্গিণিকুচ- কুঙ্কুমরঞ্জিত
কানুকণ্ঠে বনমাল।
তাকর শেখ বদনে তুয়া লাগল
জ্ঞানদাস হিয়ে শাল।।