যে রূপে সাঁই আছে মানুষে, তালার উপর তালা তাহার ভিতর কালা
মানুষ ঝলক দেয় সে দিনের বেলা শুধু রসেতে
লা মকামে আছে নুরি সে কথা অকথ্য ভারি
লালন কয় সে দ্বারের দ্বারী নইলে কি জানা যায়।।
যে রূপে সাঁই আছে মানুষে, তালার উপর তালা তাহার ভিতর কালা
মানুষ ঝলক দেয় সে দিনের বেলা শুধু রসেতে
লা মকামে আছে নুরি সে কথা অকথ্য ভারি
লালন কয় সে দ্বারের দ্বারী নইলে কি জানা যায়।।