যে দেখেছে বন্ধুর রূপ সে ত আর ভুলবে না।
সেরূপ দেখতে আছে, কইতে মানা; সে রূপের না মিলে তুলনা।।
দর্পণে যে রূপ দেখেছে, তার মনের আঁধার ঘুচে গেছে;
রূপে নয়ন দিয়ে আছে দূরে গেছে পারের ভাবনা।।
সদায় থাকে রূপ-ধিয়ানে, দেবদেবী সে মানবে কেনে,
মন দিয়েছে শ্রীচরণে, গুরু ভিন্ন অন্য রূপ মানে না।।
তার সাধ্য-সাধন গোপীর সনে, ভজে গুরু বর্তমানে,
প্রাপ্তি হয় তার নিত্যস্থানে, অধীন পাঞ্জর মনের ঘোর গেল না।।