যে দেখেছি যমুনার তটে।
সেই দেখি এই চিত্রপটে।।
যার নাম কহিল বিশাখা।
সেই এই পটে আছে লেখা।।
যাহার মুরলী ধ্বনি শুনি।
সেই বটে এ রসিকমণি।।
ভাট মুখে যার গুণগাধা।
দূতী মুখে শুনি যার কথা।।
এই মোর হরিয়াছে প্রাণ।
ইহা বিনে কেহ নহে আন।।
এত কহি মূরছি পড়য়ে।
সখীগণ ধরিয়া তোলয়ে।।
পুন কহে পাইয়া চেতনা।
কি দেখিলুঁ দেখাও সে জনে।।
সখীগণ করয়ে আশ্বাস।
ভণে ঘণশ্যামর দাস।।