যে দিন হইতে তোমার সহিতে
পহিলে হয়েছে দেখা।
সে সব বচন রয়েছে ঘোষণ
যেমত শেলেরই রেখা।।
শপথি করিয়া পীরিতি করিলে
তাহা বা রাখিলে কৈ।
কে আছে ব্যথিত কাহারে কহিব
যে দুখে আমরা রই।।
আপনি বলিলে আপনি কহিলে
আবার এমত কর।
আমার হইলে মরিয়া যাইতাম
পুরুষ বলিয়া সার।।
একটি বচন করি নিবেদন
শুন হে নাগর রায়।
সে দিন যাইয়া কি কাজ লাগিয়া
ধরেছিলে দুটি পায়।।
দোসর বচন করি নিবেদন
শুন হে নন্দের সুত।
সে দিন যাইয়া কি কাজ লাগিয়া
দশনে ধরিলে কুট।।
তেসর বচন করি নিবেদন
দাঁড়ায়ে শুন হে তুমি।
এ জনমের মত ফিরে চাও তুমি
বিদায় হয়ে যাই আমি।।
এ কথা শুনিয়া রসিক নাগর
ভাসিল নয়ানের জলে।
রসিক নাগর হইল কাতর
দ্বিজ চণ্ডীদাস বলে।।