যে দিন হইতে গোরা ছাড়িল নদীয়া।
তবধরি আহার ছাড়িল বিষ্ণুপ্রিয়া।।
দিবা নিশি পিয়ে গোরানাম সুধাখানি।
কুভু শচীর অবশেষে রাখয়ে পরাণি।।
বদন তুলিয়া কার মুখ নাহি দেখে।
দুই এক সহচরী কভু কাছে থাকে।।
হেন মতে নিবসয়ে প্রভুর ঘরণী।
গৌরাঙ্গ বিরহে কান্দে দিবস রজনী।।
প্রবোধ করয়ে কেহো কহি তার কথা।
প্রেমদাস হৃদয়ে রহিয়া গেল বেথা।।