যে দিগে পসারি আঁখি দেখি শ্যামময়।
কুলবতী-বরত ধৈরজ নাহি রয়।।
কত না যতনে মুদি দুটি আঁখি।
নবীন ত্রিভঙ্গরূপ হিয়ামাঝে দেখি।
কি হৈল অন্তরে সই কি হৈল অন্তরে।
আজি হৈতে সখি মোর সাধ নাহি ঘরে।।
নিরবধি শ্যামনাম জপিছে রসনা।
এতদিনে অযতনে পুরিলে বাসনা।।
প্রাণের অধিক কান জানিলু নিশ্চয়।
গোবিন্দদাসেতে কয় দঢ়াইলে হয়।।