যে জন না জানে পীরিতি-মরম
সে কেন পীরিতি করে।
আপনা না বুঝে পরকে মজায়
পীরিতি রাখিতে নারে।।
যে দেশে না শুনি পীরিতি মরম
সেই দেশে হাম যাব।
মনের সহিত করিয়া যতন
মনকে প্রবোধ দিব।।
পীরিতি-রতন করিয়া যতন
পীরিতি করিব তায়।
দুই মন এক করিতে পারিলে
তবে সে পীরিতি রয়।।
কহে চণ্ডীদাসে মনের উল্লাসে
এমতি হইবে যে।
সহজ-ভজন পাইবে সে জন
সহজ মানুষ সে।।