যে জন তুয়া সঞে অঙ্গ সঙ্গহি
শয়নে সপনহি ভোর।
চমকি উঠি ঘন কাঁপি মুরুছল
আধ নাম লেই তোর।।
মানিনি সো কি হিয়া নাহি জাগ।
কতহুঁ সকরুণে তাহে বোধলি
অবহুঁ ঐছে বিরাগ।।
সে তনু সুন্দর ধূলি-ধূসর
সে মুখ নিরসল ভেল।
সে দুহুঁ লোচনে নীর নিকসই
এ দুখ কোনহি দেল।।
হরিকি রিতি-নতি বিরহে জীবতি
তেজি ওদন পান।
তুহুঁ সে সুন্দরি ভেলি দূরবি
এ বড় সংশয় মান।।
দেহ তেজবি তাহে উপেখবি
তেজবি ও নব লেহ।
মধত উনমত অতয়ে না মানত
দাস গোবিন্দ থেহ।।