যে ক্লেশ পথে কেউ নাই সাথে
গিয়াছিলাম জলে।
হেন বেলাতে বিনোদ কালা
কদম্বের তলে।।
আঁখি ঠার্যা ডাকে যদি
গেলাম তার কাছে।
কত কথা কৈল বন্ধু
কৈতে নারি লাজে।।
বন্ধুর সনে কথা আমি
কৈছি হাস্যা হাস্যা।
হেন বেলাতে ননদমাগী
দেখিলেক আস্যা।।
কেমন কর্যা ঘরকে যাব
ডর লাগ্যাছে বড়।
লোচন বলে আগো দিদি
বুক করো গা দড়।।