যেই হইতে শঠ নাগর উঠিয়া চলিল।
মানিনীর মানের কপাট ভাঙ্গি গেল।।
উলটি পালটি কহে সখিগণে ডাকি।
কোথা গেল প্রাণকৃষ্ণ কহ ইন্দুরেখি।।
গোবিন্দদাস কহে কি কার্য্য করিলা।
কি ছার মানের লাগি বন্ধু হারাইলা।।
যেই হইতে শঠ নাগর উঠিয়া চলিল।
মানিনীর মানের কপাট ভাঙ্গি গেল।।
উলটি পালটি কহে সখিগণে ডাকি।
কোথা গেল প্রাণকৃষ্ণ কহ ইন্দুরেখি।।
গোবিন্দদাস কহে কি কার্য্য করিলা।
কি ছার মানের লাগি বন্ধু হারাইলা।।