যাহার সহিত যাহার পীরিতি
সেই সে মরম জানে।
লোকচরচায় ফিরিয়া না চাই
সদাই অন্তরে টানে।।
গৃহকর্ম্মে থাকি সদাই চমকি
গুমরে গুমরে মরি।
নাহি হেন জন করে নিবারণ
যেমত চোরের নারী।।
ঘরে গুরুজনা গঞ্জয়ে নানা
তাহা বা কহিব কি।
মরণ সমান করে অপমান
বন্ধুর কারণ সে।।
কাহারে কহিব কেবা নিবারিবে
কে জানে মরম-দুখ।
চণ্ডীদাস কহে করহ ঘোষণা
তবে সে পাইবে সুখ।।