যার হয়েছে নিষ্ঠারতি, তা’র গুরু প্রতি সদায় মতি গুরু ভিন্ন নাই গতি।
যেমন ইন্দ্রবারি নিষ্ঠা ক’রে রয়েছে চাতক জাতি।।
তার সাক্ষী দেখ রাম-অবতারে, শিষ্য হনু রাম নিষ্ঠা করে,
কৃষ্ণপ্রাপ্তি পশুর হ’লো, নিষ্ঠা প্রেমের এই রীতি।।
গুরুনিষ্ঠা হ’লে ভজনের উপায় আছে সত্য সর্বশাস্ত্রে কয়,
সত্য প্রেমী গণ্য হয়, তার শমন পারে না ছুঁতি।।
যার বাঞ্ছা আছে শ্রীচরণ ব’লে পরের কথায় সে কি যায় টলে,
ভুলো না, মন, কারো ভোলে, করি তোমায় মিনতি।
যেমন গোবরে পোকা ভ্রমরের সাথে পীরিত করেছিল জগতে,
পাঞ্জ বলে, সতের সাথে ম’লেও হয় গঙ্গাপ্রাপ্তি।।