যার লাগি’ কান্দিয়া মরি দুই নয়ানে বইছে বারি।।
আর ফুলের মালা পরাইছি গলে চিকন কালায় বাজায় বাঁশী কদম্বের তলে।
ওরে মনে লয় তার সঙ্গে যাইতম কুলমান ত্যজ্য করি’।।
আর শরম হনে মরণ গো ভালো প্রাণ-বন্ধুর পিরিতে আমার জাতিকুল গেল।
ওয় গো তোষের আনল জ্বলছে দেহায় ঘরে বঞ্চিতে না পারি।।
আর মুজমিল নাগরে গো বলে লাগাইছি পিরিতের ছাটা কদম্বের তলে।
ওয় গো কদমতলায় জলের ঘাটে বস্ত্রহরা বংশীধারী।।