যামিনি শেষে বেশ করব তুহুঁ
অতয়ে করল অনুবন্ধ।
উদিতহুঁ অরুণ তবহু কিছু না বুঝিয়ে
তোহারি হৃদয় পরবন্ধ।।
মাধব তুহুঁ বড় নীলজরাজ।
নাগরিমা গুণ গৌরব চাতুরি
অতি রসে ডুবব আজ।।
লিখইতে তিলক বদন ঘন মাজসি
চিকুর পরশি হাসি মন্দ।
অঞ্জইতে নয়ন যুগল ঘন চুম্বনে
ঝামর ভেল মুখচন্দ।।
চলইতে গেহ সঘন পরিরম্ভণে
দুবরি ভৈগেল অঙ্গ।
গোবিন্দদাসিয়া কহ কো সমুঝায়ই
রাধামাধব রঙ্গ।।