যামিনি জাগি জাগি জগ-জীবন
জপতহি যদুপতি নাম।
যাম যামযুগ যৈছন জানত
জর জর জীবন মান।।
ঝুরত গৌর-কিশোর।
ঝাকত ঝীকয়ে ঝর ঝর লোচনে
ঝূরি পূরব-রসে ভোর।।
চম্পক-গৌর চাঁদ হেরি চমকই
চতুর ভকতগণ চাহ।
চলইতে চরণে চলই নাহি পারই
চকিতহি চেতন চোরাহ।।
ছলছল নয়ন ছাপি করযুগল
ছোড়ল রজনিক নিন্দ।
ছোড়ব নাহি জগত-জীবন ছদ
না কহ দাস গোবিন্দ।।