যামিনি জাগি অলস দিঠি-পঙ্কজে
কামিনি-অধরক রাগ।
বান্ধুলি-অরুণ অধরে ভেল কাজর
ভাল পরি অলতক দাগ।।
মাধব দুর কর কপট সুনেহ।
হাতক কঙ্কণ কিয়ে দরপণে হেরি
চল তহুঁ তাকর গেহ।।
সো স্মর-সময়- সুধীর কলাবতি
রতিরণে বিমুখ না ভেল।
নখর কৃপাণে হানি উর অন্তর
প্রেম রতন হরি নেল।।
প্রেমধনহীন পুরুষে অব কো ধনি
জানি করব বিশোয়াস।
গুণবিনু হার সাখি এক তুয়া হিয়ে
দোসর গোবিন্দদাস।।