যামিনিশেষে বেশ করব তুহুঁ
অতয়ে কয়ল অনুবন্ধ।
উদিত হুঁ অরুণ তবহু কিছু না বুঝিয়ে
তোহারি হৃদয়-পরবন্ধ।।
মাধব তুহঁ বড় নীলজ-রাজ।
নাগরিমা-গুণ গৌরব চাতুরি
অতি রসে ডুবব আজ।।
লিখইতে তিলক বদন ঘন মাজসি
চিকুর পরশি হসি মন্দ।
অজইতে নয়ন-যুগল ঘন চুম্বনে ;
ঝামর ভেল মুখচন্দ।।
চলইতে গেহ সঘন পরিরম্ভণে
দুবরি ভৈ গেল অঙ্গ।
গোবিন্দদাস কহই কো সমুঝই
রাধামাধব-রঙ্গ।।