যাব আমি যমুনায় সখি চল, চাহিয়া দেখনা কেনে সূর্য অস্তে গেল।
কাঁকেতে কলসী নিয়া যাব যে পথে নাচিয়া, ভরিব কলসী মোরা দেখে জল ভাল।
আর একটি কথা তোমায় বলিব গোপনে, ঢুরিয়া দেখিব কোথায় মনচূরা কাল।
রউফ বলে সখিগণ বৃথা কেন করভ্রমণ। ভেবেছ মনেতে যাহা হবেনা সফল।
যাব আমি যমুনায় সখি চল, চাহিয়া দেখনা কেনে সূর্য অস্তে গেল।
কাঁকেতে কলসী নিয়া যাব যে পথে নাচিয়া, ভরিব কলসী মোরা দেখে জল ভাল।
আর একটি কথা তোমায় বলিব গোপনে, ঢুরিয়া দেখিব কোথায় মনচূরা কাল।
রউফ বলে সখিগণ বৃথা কেন করভ্রমণ। ভেবেছ মনেতে যাহা হবেনা সফল।