যাবো রে এ স্বরূপ কোন্ পথে।
স্বরূপ আয় রে আয় এসে আমায় ব্রজের পথ বলে দে।।
যার জন্যে ঝোরে নয়ন তারে কোথা পাব এখন
যাব আমি শ্রীবৃন্দাবন, পথ না পারি আর চিনিতে।।
দেখবো সেই সুন্দর কুমার মনে সাধ হয় রে আমার
মিন্নতি করি তোমার সেই পথের উদ্দিশ জানিতে।।
একবার সেই গোকুলের চাঁদ দেখলে জুড়ায় মোর নয়ন-চাঁদ
লালন বলে গৌরাঙ্গ ঐ রূপ কেঁদে আকুল হই চিতে।।