যাবটে আমার রাইএর গোচর
বসতি হইবে কবে।
শ্রীরূপ মঞ্জরী মোরে কৃপা করি
চরণে রাখিবে তবে।।
মোরে কৃপা করি গোবর্দ্ধন গিরি
রাধাকুণ্ড কুঞ্জবনে।
যেখানে যেখানে লীলা নিকেতনে
নিভৃত নিকুঞ্জ স্থানে।।
নিভৃত নিকুঞ্জে রাই যাবে রঙ্গে
নয়নে দর্শন হবে।
গুরুরূপা সখী অনাথিনী দেখি
পশ্চাতে রাখিবে কবে।।
আর কত দিনে সেবাপরা-গণে
আমারে ইঙ্গিত বাণী।
ইঙ্গিত বুঝিব পালঙ্ক বিছাব
রাধারে বসাব আনি।।
পালঙ্ক উপরে বসায়ে রাধারে
চরণ ধোয়াব সুখে।
শুষ্ক বাস দিয়ে চরণ মুছায়ে
কর্পূর তাম্বুল মুখে।।
ঠাকুর চরণে মোর নিবেদন
আর কে করিবে দয়া।
অকিঞ্চন দাসে সেবা অভিলাষে
দেহ মোরে পদ ছায়া।।