যাকর মাঝ হেরি মৃগ-রাজ।
ভয়ে পৈঠল গিরি-কন্দর মাঝ।।
শুনইতে চমকিত সবহুঁ মতঙ্গ।
চরণহি সোঁপল নিজ গতি-ভঙ্গ।।
আনি দেই নিজ লোচন-ভঙ্গী।
বন পরবেশল সবহুঁ কুরঙ্গী।।
মঙ্গল-কলস পয়োধর জোর।
তঁহি নব পল্লব অধর উজোর।।
চৌদিশে মধুকর মন্ত্র উচার।
ঋতু-পতি যোধে ভেল আগুসার।।
একলি চঢ়লি মনোরথ মাহ।
দৃঢ় করি কুঞ্চক কয়ল সন্নাহ।।
অব কি করব হরি করহ বিচারি।
তুয়া পর সুন্দরি সাজল ধারি।।
লোচন-বাণে কয়ল শরজাল।
দশ দিশ সবহুঁ ভেল আন্ধিয়ার।।
যব করে পরশল কুসুমক চাপ।
তব ধরি মঝু হিয়া থরহরি কাঁপ।।
কুসুম-বিশিখ যব লেওব হাত।
পড়ব কুসুম-শর বজর-বিঘাত।।
বিধুমুখি নিধুবন-সমরে সুধীর।
যতনে পঠায়ল ঋতু-পতি বীর।।
সোই করব তহি বীরক দাপ।
তাকর কোন সহব পরতাপ।।
সো যব আওব রঙ্গক ঠাম।
কহ বলরাম কি হয়ে পরিণাম।।