যাও হে শ্যাম রাই-কুঞ্জে আর এসো না, এলে ভাল হবে না।।
গাছ কেটে জল ঢালছ পাতায় এ চাতুরী শিখলে কোথায়
উচিত ফল পাইবে হেথায়, তা নইলে টের পাবে না।।
করতে চাও শ্যাম নাগরালি যাও যথা সেই চন্দ্রাবলী
এ পথে পড়েছে কালি এ কালি আর যাবে না।।
কেনে বঁধু জানা গেলো উপর কালো ভিতর কালো
লালন বলে, উভয় ভালো করি উভয় বন্দনা।।