যাইতে দেখিল শ্যামে কি করিবে কোটী কামে
ভাঙ ভঙ্গিম সুঠাম।
চাঁদ বদনে চাহে যাহা পানে
সে ছাড়ে কুল অভিমান।।
সই এমন সুন্দর কান।
হেরি কুলবতী ছাড়ে নিজ পতি
তেজি লাজ ভয় মান।।
অতি সে শোভিত বক্ষঃ বিস্তারিত
দেখি যে দর্পণাকার।
তাহার উপরে মাল শোভিয়াছে ভাল
উপজে মদন-বিকার।।
নাভির উপরে জনু তমাল জিনিয়া তনু
দলিত অঞ্জন জিনি আভা।
বড় কারিকর কুঁদিয়াছে ভাল
রামকদলি শোভা।।
চরণনখর-কোণে রঞ্জিত শোভিত মেনে
মণিময় নূপুর তায়।
চণ্ডীদাসের হিয়া ও রূপ দেখিয়া
চঞ্চল হইয়া ধায়।।