যাঁহা সখিগণ সব রাই বুঝায়ত
তুরিতে আওল তাঁহা কান।
হেরইতে কমল- বয়নি ধনি মানিনি
অবনত করল বয়ান।।
হেরইতে নাগর গদগদ অন্তর
মন মাহা ভেল বহু ভীতে।
গলে পীতাম্বর চরণ-যুগল ধর
কহতহি গদগদ চীতে।।
সুন্দরি করহ মুঝে মান।
নিরহেতু হেতু জানি তুহুঁ রোখলি
প্রতিবিম্ব হেরি কহ আন।।ধ্রু।।
তুয়া বিনে নয়নে আন নাহি হেরিয়ে
না কহিয়ে আন সঞে বাত।
তোহারি সখিনি বিনে বাত না পূছিয়ে
না হাসিয়ে কাহুঁক সাথ।।
তব তুহুঁ কাহে মান মুঝে করতহি
না বুঝিয়ে তুয়া মন-কাজে।
উদ্ধব দাস মিনতি করি কহতহি
হেরহ নাগররাজে।।