যাঁহা বিলপয়ে বর কান।
তাঁহা সখি করল পয়ান।।
মীলল নাগর পাশ।
দীঘল তেজই নিশাস।।
নাগর হেরি বিভোর।
নয়নহি আনন্দ লোর।।
কানু কহই মৃদুভাষ।
পূরবি মঝু অভিলাষ।।
কৈছে আছয়ে ধনি রাই।
শুনইতে মঝু নিঠুরাই।।
হাম করলুঁ পরিহাস।
তাকর বিরহ-হুতাশ।।
অতয়ে গমন করু তাই।
তুরিতহি আনবি রাই।।
এত শুনি সো সখি গেল।
রাইক সমুখহি ভেল।।
কানুক ইহ রস-ভাষ।
সবহুঁ কহল ধনি পাশ।।
সচকিত সো বরনারী।
তবহুঁ করল অভিসারি।।
শুভ খনে আয়ল কুঞ্জ।
সখিগণ আনন্দ-পুঞ্জ।।
ইহ যদুনন্দন দাস।
ধায়ল কানুক পাশ।।