যাঁহা দরশনে তনু পুলকহি ভরই।
যাঁহা কর করষণে টুটিত বলই।।
যাঁহা পরিরম্ভণে অম্বর খলই।
যাঁহা ঘন চুম্বনে বদন না টলই।।
এ সখি মানিয়ে হরি সঞে মেলি।
যব হোয়ে ঐছন মনোভাব-কেলি।।
যাঁহা কিঙ্কিণি মণি-কঙ্কণ বোলই।
যাঁহা নখ-বিলিখনে দুহুঁ তনু দলই।।
যাঁহা মণি-নূপুর তরলিত কলই।
যাঁহা ঘন চন্দন শ্রমজলে গলই।।
যাঁহা নাহি ঐছন রস নিরবহই।
তাঁহা পরিবাদ গোবিন্দদাস কহই।