যশোমতী আরতি করত বিধানে।
গুরুকুল মঙ্গল করতহি গানে।।
সুখভরে দ্বিজগণে দেয়লি দানে।
দাসগণ তৈখনে চলু নিজ কামে।।
বেদিপর কহ ধরে শীতল নীরে।
কেহ লই আওল পাতল চীরে।।
কেহ লেই দুই ভাই বেদিতে বসাই।
রতন ভূষণ পুন যতনে খসাই।।
রামকানু দোহে পুন পহিরল চীরে।
গোধূলি ধোয়ল শীতল নীরে।।
কোই দেই দুহুঁ অঙ্গে উবটন গন্ধে।
সুঘড় সেবক মর্দ্দয়ে কত বান্ধে।।
সুগন্ধি সলিলে পুন করলি সিনানে।
দুহুঁ অঙ্গ মোছয়ে সেবক সুজানে।।
নিল পিত বসন পরলি দুহুঁ রঙ্গে।
সুগন্ধি চন্দন কেহো লেপই অঙ্গে।।
কহ কবিশেখর করি অনুমানে।
বৈঠল দুহুঁ তব করিয়া সিনানে।।