যশোদা রোহিণী পরম যতনে
সাজাওল সব সখী।
সুন্দর সিন্দূর কটক ঠাটক
লাগল কামের আঁখি।।
যশোদাঅন্তর অমিয়াসাগর
রাধিকা মকর তায়।
অগম অথল মধুর শীতল
ডুবল সকল গায়।।
আমার জীবন তোমরা দু জন
দুখানি আঁখির তারা।
ব্রজরাজমন জানিবা এমন
সে জন আমারি পারা।
এ ঘরকরণ তোদের কারণ
শুনহ রাজার ঝী।
ধাতার মাথায় পড়ুক বজর
আর বা বলিব কী।।
আর কিবা কহু তোমা হেন বহু
নাহিক আমার ঘরে।
হিয়ায় আগুনি উঠিছে দ্বিগুণি
কি আর কহিব তোরে।।
জটিলা কুপিলে আসিতে না দিবে
সে আর আপদ দড়।
কুটিলা কুমতি বিষের মূরতি
সেহ সে ধাউড় বড়।।
দিনেক সোয়াথে নারিয়ে রাখিতে
তাহারে হইল ডর।
নিশ্বাসে ছুতুনা করয়ে ঘটনা
সে বড় বিষম ঘর।।
দুর্মেধ আয়ান সে অতি দুর্জন
না জানি কেমন চীত।
শেখর মিনতি শুন যশোমতি
সভার একই রীত।।