যমুনা সমীপ নীপ তরু হেলন
শ্যামর মুরলিক রন্ধে।
রাধা চন্দ্রা- বলিত বিমলমুখি
গাওয়ে গীত পরবন্ধে।।
শুনি ধনি রাই রোখে ভেল গর গর
থর থর কম্পিত অঙ্গ।
চন্দ্রাবলি বলি বংশী বাজাওত
বিলসয়ে তাকর সঙ্গ।।
এত কহি মানে মলিন ভেল বিধুমুখ
ঢর ঢর অরুণ নয়ান।
কহতহি চপল- চরিত সঞে পিরীতি
আজু হোয়ল সমাধান।।
রাইক নিরস বচন শুনি এক সখি
মন মাহা দুখচয় পাই।
কানুক নিয়ড়ে কহিতে সব বিবরণ
উদ্ধব সঞে চলি যাই।।