যমুনা যাইতে শ্যামেরে দেখিলুঁ
আধনয়ানের কোণে।
সেই হৈতে মোর হইল বেয়াধি
শ্যামরূপ ভাবি মনে।।
সজনি এমন হইল কেনে।
শ্যাম বন্ধু সনে পিরীতি প্রসঙ্গ
স্বপনে না ছিল মনে।।
মুঞি সে অবলা কি জানি কি জ্বালা
হিয়ার মাঝারে হৈল।
নিরবধি সেই ধিকি ধিকি জ্বলে
কে মোরে এমন কৈল।।