যমুনার দু’কূল আলা কৈল নায়্যার রূপে।
জগজন মন ভুলে দেখিয়া স্বরূপে।।
গলে বনমালা দোলে শিরে শিখি-পাখা।
দেখি মেনে জাতি কুল নাহি যায় রাখা।।
মুচকি হাসিয়া নায়্যা যার পানে চায়।
যাচিয়া যৌবন দিতে সেই জন ধায়।।
ঠেকিলুঁ নায়্যার হাতে কি করি উপায়।
বজর পড়িল সখি কুলের মাথায়।।
বংশীবদনে কহে থির কর হিয়া।
তোমরা এমন হৈলা না কহিতে ন্যায়া।।