যমুনাক তীরে তরুতল সুশীতল
আসিয়া মিলিল দোন ভাই।
সভে বলে ভাল ভাল কী খেলা খেলিবে বল
আজু খেলা খেলিব এক ঠাঁই।।
কারু কাছে ভেঁটা কড়ি রাম চারু দাঁড়াগুলি
কেহ কেহ পাঁচনি ফিরায়।
রাম কানাই কুতুহলে দাঁড়াইল দুই দলে
শিশুগণ ধরি ধাওয়া ধাই।।
সাতলি করিয়া পণ খেলায় রাখালগণ
হারিলে লইব কান্ধে করি।
বংশিবটের তলে রাখিয়ে আসিতে হবে
সভে মিলি এই পণ করি।।
খেলিতে লাগিল সভে বলাই জিনিল তবে
ডাকিয়া সাতলি বলাই ভঙ্গে।
সাতলি ভাঙ্গিল বলি ডাকে মহামত্ত করি
মালসাট মারে নিজ অঙ্গে।।
কেহ ধায় দুরাদুরি কেহ তরু লক্ষ্য করি
পিছে ধায় মত্ত বলাই।
এই শিশু বলে ভাই সাতলি পাতিতে যাই
মার যদি নন্দের দোহাই।।
দূরে হইতে মারি ফেলি বিষম গেঁড়ুয়ার বাড়ি
ঠাঁই ঠাই ফুলিল কানাইয়ের পা।
কান্দিয়া কানাই বলে পড়িয়ে ধরণিতলে
এমন সময় কাছে নাহি মা।।
বলার ভয়েতে হরি ছিদামের করে ধরি
বলে ভাই চল যাই দূরে।
গোবিন্দদাস কয় এত কি পরাণে সয়
দাদা কেন মারিলেক মোরে।।