যব হরি-পাণি পরশে ঘন কাঁপসি
ঝাঁপসি ঝাঁপল অঙ্গ।
তব কিয়ে ঘনঘন মণিময় অভরণ
বেশ পসায়নি রঙ্গ।।
এ ধনি,অবহু না সমুঝসি কাজ।
যাহা বিনু জাগরে নিদহুঁ না জীবসি
তাহে কিয়ে এত ভয় লাজ।।
করইতে কোরে জোরি তনু-বল্লরি
নহি নহি বোলসি থোর।
চুম্বন বেরি জনি মুখ মোড়বি
জনু বিধু-লুবধ চকোর।।
যব হোয়ে নাহ- রতন রত-আরত
বারত জনি অভিলাস।
গোবিন্দদাস কহ নাহ বহু-বল্লভ
কৈছে রহত নিজ পাশ।।