যব হরি আওব গোকুলপূর।
ঘরে ঘরে নগরে বাজব জয়তূর।।
আলিপন দেওব মোতিম হার।
মঙ্গল কলস করব কুচভার।।
সহকার পল্লব চূচুক দেব।
মাধব সেবি মনোরথ নেব।।
ধূপ দীপ নৈবেদ করব পিয়া আগে।
লোচন লোরে করব অভিসেকে।।
আলিঙ্গন আহুতি পিয়াকর আগে।
ভণই বিদ্যাপতি ইহ রস ভাগে।।