যব ধনি ঘর সঞে ভেল বাহার।
ঝর ঝর বরিখে জলদ অনিবার।।
কর ঠেলন নহে ঘন আন্ধিয়ার।
দিশ দরশায়ল মদন দিশার।।
কি কহব মাধব পুন-ফল তোরি।
এতহুঁ দূর তরি তোহে মিলু গোরি।।
ঝলকত বিজুরি নয়ন ভরু চঙ্ক।
চলতহি খলত সঘন মহি পঙ্ক।।
উঠইতে ফণি-মণি উজর হেরি।
কনক-দণ্ড বলি ধরু কত বেরি।।
ঐছনে সোঁপল তোহে নিজ দেহ।
অপরূপ ঐছন তোহারি সুনেহ।।
এতদিনে প্রেমক পরিচয় ভেল।
গোবিন্দদাস ভরম দূরে গেল।।