যব ধনি কানু কয়ল তহি কোর।
নব মেঘ দেখি জনু চাতক জোর।।
রসবত রসিক-শিরোমণি রায়।
মনরথ সিধি বিধি পূরল তায়।।
নাগরচিতে পুন আরতি বিলাস।
অনুমতি-অন্তরে ধনি মৃদু হাস।।
লীলা লাবণি আনন্দ দান।
রসিক-শিরোমণি আনন্দ সিনান।।
দুহু রসে ভুলল দুহু করি কোর।
গোবিন্দদাস হেরি আনন্দ বিভোর।।