যব তোহে কহলুঁ বেরি বেরি।
রোখে রাতুল দিঠি রহু মুঝে হেরি।।
পায়লি সরবস তুহুঁ করি মান।
বিনি দোখে উপেখলি নাগর কান।।
অমিয়-বিরিখ তুহুঁ না চিনলি রাই।
পরিহরি পীযুষ পিয়লি বিখতাই।।
বিহি চির-পুণ্যে পরশ আনি দেল।
হেলে রতন-মণি চরণহি ঠেল।।
দোসরি কহলিহ করকশ ভাষ।
কৈছে মিলায়ব গোবিন্দদাস।।