যবধরি পেখলুঁ সো মুখ-মণ্ডল
অপরূপ নয়ন সন্ধান।
তবধরি মঝু পর বরিখে কুসুম-শর
দিন-রজনী নহি জান।।
সখি শুন মরমক বাত।
বিরহক ধূমে ছটফট অন্তর
জীবনে না রহ সোয়াথ।।ধ্রু।।
সভে যদি সদয় হৃদয়ে তাহে আনসি
আরতি কহোঁ তছু পাশ
তব মঝু তনু-মন জীবন সঞে পুন
হোয়ব তাকর দাস।।
যদুনন্দন কহ অব দুখ বিরমহ
সব সখি হোই এক ঠাম।
চলতহি যৈছনে রাই মানাইয়া
পুরাওব তুয়া নিজ-কাম।।